জাতিসংঘের তথ্য অনুযায়ী এই ধরিত্রীর প্রতি ৩ জনের ১ জন নারী তার জীবদ্দশায় শারীরিক নির্যাতন কিংবা ধর্ষনের শিকার হচ্ছেন সে হিসেবে পৃথিবীর ১০০ কোটিরও বেশি নারী এই সংখ্যার অন্তর্ভুক্ত। শত কোটির বেশি নারীর প্রতি চলমান এ বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী নারী পুরুষ নির্বিশেষে সকল স্তরের মানুষকে জড়ো করে ২০১৩ সালে One Billion Raising (উদ্যোমে উত্তরণে শতকোটি) পালন করা শুরু হয় এবং বাংলাদেশেও ৬৪ টি জেলায় প্রায় তিরিশ লক্ষ মানুষ রাজপথে নেমে আসে নারীর প্রতি সহিংসতার অবসানের দাবীতে।এ ক্যাম্পেইন এর মুল দাবী ছিলো নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার অবসান। নারীদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ১৪ই ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ, ব্লাস্ট এর আয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটকে মানব বন্ধনের আয়োজন করে, ব্লাস্টের কর্মকর্তা সহ অন্যান্য বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।