২০ এপ্রিল ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
ন্যায়বিচার সকলের অধিকার, আমাদের অঙ্গীকার (Recognising Rights, Realising Remedies) এ উদ্দেশ্যকে সামনে রেখে ন্যায়বিচারের অগ্রযাত্রায় ব্লাস্টের ৩০ বছর এবং সুবিধাবঞ্চিত জনগণের ন্যায়বিচার প্রতিষ্� ার পথিকৃৎ ও ব্লাস্টের সভাপতি ড. কামাল হোসেন এর জন্মদিন উপলক্ষে আজ ২০ এপ্রলি ২০২৪ থেকে আগামী ২৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত আইনী সেবা সপ্তাহ পালন করছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। এ উপলক্ষ্যে ব্লাস্ট জেলা পর্যায়ে আইনী সহায়তা ক্যাম্প, জেলা ইউনিট পরিচালনা কমিটির সদস্য ও প্যানেল আইনজীবীদের নিয়ে আলোচনা সভা এবং জাতীয় পর্যায়ে ২৪ এপ্রিল ২০২৪ রানা প্লাজা ধসের ১১ বছর পালনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
আইনী সেবা সপ্তাহ উদযাপন প্রসঙ্গে ব্লাস্ট এর ট্রাস্টি বোর্ড এর সভাপতি ড. কামাল হোসেন বলেন, ব্লাস্ট আইনী সেবা সপ্তাহ পালন হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং আমি মনে করি এটাও একটা বিশেষ পাওয়া আমার জন্মদিন উপলক্ষে আপনারা এটা করছেন। আইনী সহায়তার ব্যাপারে আপনারা সবাই কতটা আন্তরিক এবং মানুষ কীভাবে তা সুন্দর করে গ্রহণ করেছেন তা দেখে ভালো লাগছে| আমি মনে করি জীবনে আমার যেই কাজগুলো করেছি তার মধ্যে আপনাদের নিয়ে আইনী সহায়তার কাজে আইনজীবীদেরকে নিয়োজিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ|
উল্লেখ্য যে, ব্লাস্ট জনগণের আইনগত অধিকার রক্ষার জন্য গ্রাম আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটি আদালতে মামলা পরিচালিত করে। প্রতিষ্� ানটি সাধারনত পারিবারিক, দেওয়ানী, ভূমির মালিকানা এবং সংবিধান বিষয়ক ইস্যুগুলো নিয়ে আইনী পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি, জনস্বার্থে মামলা পরিচালনা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে থাকে।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ইমেইল: communication@cakhuy.com
Media Coverage on Legal Aid Service Week
Bangla
ড. কামালের জন্মদিনে পটুয়াখালীতে ব্লাস্টের লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্� িত (দৈনিক কাল ডাক, ২০ এপ্রিল ২০২৪)
ড. কামাল হোসেন এর জন্মদিন উপলক্ষে ৬দিনের সেবা সপ্তাহ পালন করছে ব্লাস্ট (ক্রাইম সিলেট, ২০ এপ্রিল ২০২৪)
পটুয়াখালীতে ব্লাস্টের লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্� িত(আজকালের কণ্� , ২০ এপ্রিল ২০২৪)
ড. কামালের জন্মদিনে পটুয়াখালীতে ব্লাস্টের লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্� িত (সাউদবিডিনিউজডটকম, ২০ এপ্রিল ২০২৪)
ড. কামালের জন্মদিনে পটুয়াখালীতে ব্লাস্টের লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্� িত(সিএনআই, ২০ এপ্রিল ২০২৪)
English
TV News / Social Media
সপ্তাহ উপলক্ষে ব্লাস্টের লিগ্যাল এইড ক্যাম্প.. ( Voice of Patuakhali, Facebook, 20 Aril 2024)
সংবিধান প্রণেতাগণ-১৩: পুরো প্রক্রিয়াটি ‘নিয়ন্ত্রণ’ করেছেন ড. কামাল হোসেন ( Bdnews24.com, 20 April 2024)
ড. কামালের ৮৩তম জন্মদিন শনিবার (বাংলা ট্রিবিউন রিপোর্ট, ১৯ এপ্রিল ২০২৪)
ড. কামাল হোসেন এবং ইতিহাসে তাঁর স্থান (প্রথম আলো, ২০ এপ্রিল ২০২৪)
আজ ড. কামাল হোসেনের ৮৩তম জন্মদিন (ইনকলাব, ২০ এপ্রিল ২০২৪)