২৭ জুন ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি 

গণপরিবহনে তরুণীর ধর্ষণের অভিযোগে উদ্বেগ প্রকাশ ও এ অভিযোগের সুষ্� ু, দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি এবং ভুক্তভোগী নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবী জানাচ্ছে ব্লাস্ট

গত ২৬ জুন ২০২৪ তারিখ সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্� ান এর তিন কর্মী কর্তৃক এক তরুণীর ধর্ষণের অভিযোগে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) । পাশাপাশি এ অভিযোগের সুষ্� ু, দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি এবং ভুক্তভোগী নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবী জানাচ্ছে ব্লাস্ট।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ হতে জানা যায় যে, গত ২৫ জুন ২০২৪ তারিখ মঙ্গলবার রাত ১০টায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনের খাবার বগিতে এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল। ভোরে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। ইতোমধ্যে এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্� ানের তিন কর্মীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। একই ঘটনায় ট্রেনের গার্ডকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঘটনার প্রেক্ষিতে তাসলিমা ইয়াসমীন, সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, “রাষ্ট্র জীবনে ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে ঘরে ও বাইরে নারী কতটা নিরাপদ তার উপর নির্ভর করে নাগরিক হিসেবে তারা কতটুকু অংশগ্রহণ করতে পারে রাষ্ট্রীয় জীবনে। আমরা যদি আমাদের রাষ্ট্রীয় যোগাযোগ মাধ্যমে সেই নিরাপত্তটুকু নিশ্চিত না করতে পারি, আমরা যদি একজন নারীকে নিশ্চিন্তভাবে গণ পরিবহন বা রেলওয়ের মত একটি যাতায়াত মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন এই স্বস্তি টুকু বা সুরক্ষা টুকু দেওয়ার জন্য আমরা যদি প্রস্তুত না থাকি, তাহলে একজন নারীর জন্য শিক্ষা, কর্মসংস্থান ও ও সার্বিক জীবনযাপনই অনিশ্চিত হয়ে পড়ে । আমাদের দেশে নারীরা পিছিয়ে পড়ার ক্ষেত্রে এই নিরাপত্তার অভাবটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধর্ষণের ঘটনায় এবার অন্তত আমাদের নড়েচড়ে বসার সময় হয়েছে – আমাদের রাষ্ট্রীয় প্রস্তুতিগুলো আসলে কতটুকু আছে খতিয়ে দেখা জরুরী। প্রস্তুতি গুলোর মধ্যে কোথায় ত্রুটি আছে, কী ধরনের সুরক্ষা আসলে নিশ্চিত করা উচিত, যাদের সুরক্ষা দেওয়ার কথা তারা যদি সুরক্ষা না দিয়ে থাকতে পারে, তাহলে তাদের জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা উচিত – এই প্রক্রিয়াগুলোকে নিয়ে স্পষ্টভাবে ভেবে দেখা প্রয়োজন।”

পরিশেষে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টির ব্যত্যয় এর এ অভিযোগের সুষ্� ু, দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি এবং ভুক্তভোগী নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবী জানাচ্ছে ব্লাস্ট ।

প্রয়োজনে যোগাযোগ করুন:
কমিউনিকেশন বিভাগ
আরো তথ্যের জন্য যোগাযোগ করুন: communication@cakhuy.com