১২ আগস্ট ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

 সড়কে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তির দায়েরকৃত মামলার দীর্ঘসূত্রীতা দুর করে ন্যায়বিচার প্রাপ্তি এবং আইনে বিদ্যমান ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার দাবী জানাচ্ছে ব্লাস্ট (English)

গত ১৩ আগস্ট ২০১১ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক (মিশুক ) মুনীর এবং তাদের ৩ জন সহকর্মী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ দিনটিকে স্মরণ করে ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সড়কে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তির দায়েরকৃত মামলার দীর্ঘসূত্রীতা দুর করে ন্যায়বিচার ও যথার্থ ক্ষতিপূরণ প্রাপ্তি,  দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আইনে বিদ্যমান ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার দাবী জানাচ্ছে ব্লাস্ট।

উল্লেখ্য গত কয়েক দিন ধরে সারা দেশ জুড়ে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজেই নিয়োজিত হয়েছেন। তারা এর আগে সড়ক নিরাপত্তার আইন এর দাবি করেছিলেন। চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক (মিশুক) মুনীর এর ১৩ তম মৃত্যুবার্ষিকী এবং সড়ক দুর্ঘটনায় সকল নিহতদের স্মরণে আগামীকাল ১৩ আগস্ট ২০২৪ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের পাশের সড়কদ্বীপে অবস্থিত ‘সড়ক দুর্ঘটনা’ স্মৃতিস্থাপনায় দাঁড়িয়ে সড়কে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তি এবং আইনে বিদ্যমান ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার দাবী জানিয়ে ব্লাস্ট কর্তৃক মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

তারেক মাসুদ এবং মিশুক মুনীরের ১৩ তম মৃত্যুবার্ষিকী বিষয়টি সামনে রেখে তার স্ত্রী এবং চলচিত্র নিমাতা ক্যাথরিন মাসুদ বলেন, “হাইকোর্ট থেকে আমাদের ক্ষতিপূরণ দাবির মামলায় রায় প্রদানের পর বর্তমানে সাত বছর অতিবাহিত হয়েছে এবং সেই রায়ের প্রক্ষিতে আপিল বিভাগে অপেক্ষমান মামলার শুনানি এখনও সম্পন্ন হয় নি আমরা আশা করব যে সাম্প্রতিক ইতিবাচক পরিবর্তনের হাত ধরে আপিল বিভাগ অনতিবিলম্বে দীর্ঘকাল ধরে অপেক্ষমান মামলার শুনানি সম্পন্ন করে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করবে।

আমরা উদ্বিগ্ন যে, সড়কে জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ তে সড়ক পরিবহন আইন প্রণয়ন করা হলেও তার এখনও সুষ্� ু প্রয়োগ নেই। পাশাপাশি  এই আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য একটি ক্ষতিপূরণ তহবিলের কথা উল্লেখ থাকলেও তার কার্যকর বাস্তবায়ন নেই। অতএব ব্লাস্ট হতে দাবীসমুহ হলো:

  1. বিদ্যমান সড়ক পরিবহন আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য ক্ষতিপূরণ তহবিলের বাস্তবায়ন
  2. যাত্রী নিরাপত্তার বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে যুগোপযোগী আর্থিক ক্ষতিপূরণের বিধান যুক্ত করার প্রয়োজনীয় আইনগত সংস্কার
  3. সড়কপথে অবহেলাজনিত দুর্ঘটনাকে মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনায় নিয়ে নিহত ও আহত ব্যক্তির কর্মক্ষম সময়সীমা, মৃত্যুজনিত কারণে পরিবারের অপরাপর নির্ভরশীল সদস্যদের মানসিক-শারীরিক ক্ষয়ক্ষতি এবং তাদের বিকাশ ও উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষয়ক্ষতির বিষয় বিবেচনা করে বাধ্যতামূলক ও সমন্বিত (নৌ, সড়ক ও আকাশপথের জন্য একইরকম) যাত্রী বীমার ব্যবস্থা প্রচলন
  1. বীমার অর্থ কোনভাবেই ক্ষতিপূরণের অর্থ হিসেবে অন্তর্ভুক্ত না করে সংশ্লিষ্ট প্রতিষ্� ান সরাসরি বীমার অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করার বিধানটি আইনে অন্তর্ভুক্ত করা

প্রেক্ষাপট:

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় মারা যান চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক (মিশুক) মুনীর এবং তাদের ৩ জন সহকর্মী সহ … জন। তাঁদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী বাসের (চুয়াডাঙ্গা ডিলাক্স) লাইনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। গুরুতর আহত হন আরও তিনজন। এ ঘটনার প্রেক্ষিতে তারেক মাসুদের মা, স্ত্রী এবং সন্তানের করা ক্ষতিপূরণ মামলায় হাইকোর্টের দেয়া যুগান্তকারী রায়ের পরে বাসের মালিকপক্ষ এবং বাদীপক্ষের দায়ের করা পৃথক আপিল মামলা শুনানির জন্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় অপেক্ষমান রয়েছে। অন্যদিকে মিশুক মুনীরের পরিবারের দায়ের করা ক্ষতিপূরণ মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। উল্লেখ্য, এ দুর্ঘটনার পরপর ১৪ আগস্ট ২০১১ তারিখে  এডভোকেট জেড আই খান পান্না, বেলা এবং আরও তিন জন আইনজীবী সড়ক এবং হাইওয়েতে নিরাপদ চলাচলে নিয়মিত তদারকি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ নিশ্চিতের লক্ষ্যে হাইকোর্টে জনস্বার্থ মামলা (৭৪০১/২০১১) দায়ের করেন এ মামলাটি বর্তমানে শুনানীর জন্য অপেক্ষমাণ রয়েছে।

আরো তথ্যের জন্য যোগাযোগ করুন:

কমিউনিকেশন বিভাগ, ইমেইল: communication@cakhuy.com

মিডিয়া কভারেজ

Bangla

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ তহবিল কার্যকরের দাবি ব্লাস্ট’র ( Daily Star, 14 August 2024)

তারেক মাসুদের মৃত্যুর ১৩ বছরেও ক্ষতিপূরণ পায়নি পরিবার ( Ittefaq, 14 August 2024)

তারেক মাসুদ-মিশুক মুনীরের কাজের প্রভাব রয়েছে এখনও: ক্যাথরিন মাসুদ ( Jamuna TV, 13 August 2024)

১৩ বছরেও ক্ষতিপূরণ পায়নি তারেক মাসুদের পরিবার ( News24, 14 August 2024)

তারেক ও মিশুকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ( Kalbela, 14 August 2024)

তারেক মাসুদ স্মরণে আলোচনা ও প্রদীপ প্রজ্বালন (Samakal, 13 August 2024)

Social Media:

ব্লাস্ট ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এর আয়োজনে তারেক মাসুদ এবং মিশুক মুনীরের ১৩ তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের পাশের সড়কদ্বীপে অবস্থিত ‘সড়ক দুর্ঘটনা’ স্মৃতিস্থাপনায় দাঁড়িয়ে সড়কে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তি এবং আইনে বিদ্যমান ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার দাবী জানিয়ে এবং নিহতদের স্মরণ করে এক মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আয়োজন করা হয়